সেনবাগের নদীরপাড়ে আগুনে পুড়ে ৩ দোকান ছাই ||

সেনবাগ: উপজেলার ৪নং কাদরা ইউনিয়নে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে তিনটি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়ে অন্তত ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থদের অভিযোগ শত্রুতার জেরে দূর্বৃত্তরা এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে নন্দিরপাড় পোলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ দোকান গুলো হচ্ছে- জহির স্টোর, জালাল ভিজন্সেস সিস্টেম, তামান্না মেডিকেল হল।

ক্ষতিগ্রস্থ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে স্থানীয় লোকজন নন্দিরপাড় পোল এলাকার দোকান গুলোতে আগুন জ্বলতে দেখে। কিন্তু দোকনগুলোতে বিদ্যুতের সংযোগ থাকায় কেউ ভয়ে এগিয়ে যায়নি। ফলে আগুনে দোকান গুলো সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। এতে জহির স্টোরে থাকা নগদ ১০ হাজার টাকা, সাড়ে ৪লাখ টাকার মালামাল, জালাল ভিজন্সেস সিস্টেম’এ থাকা নগদ ১৫হাজার টাকা, আড়াই লাখ টাকার মালামাল এবং তামান্না মেডিকেল হলে থাকা নগদ ২৫ হাজার টাকা ও প্রায় আড়াই লাখ টাকার মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্থ জহির স্টোরের পরিচালক আবুল খায়ের অভিযোগ করে বলেন, শত্রুতার জের ধরে তাদের প্রতিপক্ষের কেউ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিজস্ব প্রতিনিধি, দৈনিক সেনবাগের কণ্ঠ।

Post a Comment

Previous Post Next Post