সেনবাগে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার ||

সেনবাগ: নোয়াখালীর সেনবাগে গৃহবধু আফরোজা বেগম সুমীর (২৭) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম লেমুয়া ঠনারপাড় গ্রাম এ ঘটনা ঘটে। সে ঔ গ্রামের মাসুমের স্ত্রী ও এক সন্তানের জননী ।

স্থানিয় সুত্রে জানাগেছে, গৃহবধু আফরোজা বেগম সুমীর সাথে শ্বাশুড়ীর সাথে পারিবারিক বিষয়ে নিয়ে প্রায় ঝগড়া বিবাদ লেগে থাকতো। ঘটনার দিন বিকেলেও পারিবারিক বিষয়ে নিয়ে গৃহবধু সুমীকে বকাববি করে। এর পর আফরোজা বেগম সুমীর শ্বাশুড়ীর অজান্তে ঘরের পাশে গাছের সাতে ফাঁস দিয়ে আত্নহত্যা করে। স্বামী মাসুদ মিয়া বাজার থেকে বাড়ী এসে স্ত্রী সুমী কে ঘরে না দেখে চতুর পাশে খুঁজতে তাকে। এক পর্যয়ে ঘরের পাশে গাছের সাথে স্ত্রী সুমীর ঝুলন্ত অবস্থায় লাশ দেখে চিৎকার শুরু করে। এ সময় আশপাশের লোকজন এড়িয়ে আসে। তারা বিষয়টি সাথে সাথে থানায় খবর দেয়।

খবর পেয়ে বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালীতে মর্গে প্রেরন করে।

দৈনিক সেনবাগে কণ্ঠ/ ০৬ আগষ্ট ২০১৫।

Post a Comment

Previous Post Next Post