সেেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা :
নোয়াখালী সেনবাগ উপজেলা ৩নং ডমুরুয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে জামায়াতের উদ্যোগে আজ বিকেল ৪ টায় জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা সাইয়্যেদ আহম্মদের এর উপস্থিতিতে এলাকার গরীব অসহায় নারী পুরুষদের মাঝে ত্রান বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল মালেক, উপজেলা আমীর মাওলানা ইয়াছিন করীম, সেক্রেটারি মাওলানা আবছার উদ্দিন, পৌর আমীরর মাওলানা মুহাম্মদ হানিফ, নজীর আহম্মদ ইউনিয়ন আমীর গিয়াসউদ্দিন মাঈন, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আবু বকর ছিদ্দিক, ইউনিয়ন কর্মপরিষদ সদস্য প্রফেসর আবু বকর ছিদ্দিক, মাওলানা আবদুল হালীম, মাওলানা মিজানুর রহমান, জামায়াত নেতা নজরুল ইসলাম, এম এ এইচ রায়হান, আবদুল গোফরান, সাহাব উদ্দিন, সাইফুল ইসলাম মোস্তফা, মোরশেদ আলম, জামাল উদ্দিন, মাষ্টার আনোয়ার হোসেন, আবু ইউসুফ, জাহেদ হোসেন, পলাস, রুবেল, এবং সকল ওয়ার্ড সভাপতি সেক্রেটারি সহ জামায়াত শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ।
বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে জেলা নায়েবে আমীর বলেন প্রবল টানা বর্ষণে নোয়াখালীর সেনবাগে উপজেলার বিভিন্ন স্থানে বাড়িঘরে হাটু সমান পানি জমেছে। এতে অসংখ্য মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এদিকে একটানা বৃষ্টি বীজতলা ও ফসলের ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রবল বর্ষণে উপজেলাবাসী চরম ভোগান্তির শিকার হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন অঞ্চলেই বৃষ্টির পানিতে হাজার হাজার বিঘা ফসলি জমি ডুবে গেছে। শত শত মানুষের মৎস প্রজেক্ট ভেসে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে মৎম চাষীদের অভিযোগ। পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা না থাকায় এবং স্বার্থান্বেষী মহল বিভিন্ন স্থানের সুইচ গেটের জলকপাট আটকিয়ে মাছ শিকার করায় কৃষকের সর্বনাশ হচ্ছে। আমরা এ সমস্ত ক্ষতিগ্রস্থদের সাহায্যের জন্য সরকারের কাছে জোর দাবি জানাই এবং সমাজের ধনী ও বৃত্তবান লোকদের এগিয়ে আসার আহবান জানাই।
উপজেলা ভাইস চেয়ারম্যান বলেন, আমরা জামায়াতে ইসলামী কখনো ক্ষমতায় ছিলাম না, এখনও নাই, যদি ক্ষমতায় থাকতাম তাহলে আপনাদেরকে আরো বেশী করে সাহায্য সহযোগিতা করতে পারতাম, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের উপর নির্যাতনেরর ষ্টীম রোলার চালানোর পরও আমরা আপনাদের পাশে এসে দাঁড়াতে পেরে আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করি, এবং ভবিষ্যতে যেন দাঁড়াতে পারি সে তাওফিক দান করে।
নেতৃবৃন্দ পরিশেষে জামায়াতে আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমীর আল্লামা সাঈদী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মু. মুজাহিদ সহ সকল রাজ বন্ধিদের জন্য দোয়া ও মুক্তি কামানা করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩নং ডমুরুয়া ইউনিয়নে ৩ শত ক্ষতি গ্রস্থ লোকদের মাঝে ত্রান সমাগ্রী বিতরণ করেন।
দৈনিক সেনবাগে কণ্ঠ/ ০৪ আগষ্ট ২০১৫।