সুশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ জাতি গঠনে ছাত্রশিবির ভূমিকা পালন করবে মন্তব্য করেছেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের এক মিলনায়তনে ঢাকা উত্তর অঞ্চলের সদস্য প্রার্থী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
আতিকুর রহমান বলেন, শিবির মেধাবী ছাত্র তৈরি করতে কাজ করে যাচ্ছে, যারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে আর্দশ জাতি গঠনে কাজ করবে।
সংগঠনের কেন্দ্রিয় সাহিত্য সম্পাদক মোবারক হোসেনের পরিচালনায় সমাবেশে আর উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মু. তারেক হাসান,
পশ্চিমের সভাপত সুলতান রিপন, ডুয়েট সভাপতি আব্দুল্লাহ আল মামুন, গাজীপুর মহানগরীর সেক্রেটারি আহমদ ইমতিয়াজ প্রমুখ।
দৈনিক সেনবাগে কণ্ঠ/ ১৪ আগস্ট ২০১৫।
Tags:
রাজনীতি