সেনবাগ প্রতিনিধি : নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নে কাবিলপুর গ্রামের হাশেম সওদাগরের বাড়ীতে অবস্থিত হাক্কানী জামে মসজিদ। যেটি চট্রগ্রাম বিভাগের মধ্যে ব্যায়বহুল ও সৌন্দর্যময় মসজিদ, যাহা ৩য় তলা বিশিষ্ট মসজিদ।
হাক্কানী জামে মসজিদটি ৮০ দশকে প্রথম নির্মিত হয় খুব ছোট পরিসরে হাশেম সওদাগর বাড়ী ও তার প্রতিবেশীদের সহযোগিতায়। পরে ২০০৭ সালে হাক্কানী জামে মসজিদটি পুনরায় নির্ণমান কাজ শুরু করে, যাহা শেষ হয় ২০১০ সালে। আর এই হাক্কানী জামে মসজিদটি নির্ণমানে ব্যায় হয়েছে প্রায় ৯ কোটি টাকা। যার অর্থায়ন করেছে বাংলাদেশের খুবই পরিচিত একটি গ্রুপ অব কোম্পানী তাও নোয়াখালী জেলায় তার বাড়ী, যেটি হচ্ছে আবুল খায়ের গ্রুপ।
বর্তমানে মসজিদের উত্তর পাশে দুই তালা বিশিষ্ট একটি নূরানী ও হেফজখানা, পূর্ব পাশে বিশাল একটি ঈদগাঁহ, এবং দক্ষিণে একটি মাজার অবস্থিত আছে। ১৯৯৯ সাল থেকে এই হাক্কানী জামে মসজিদটিতে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন কাবিলপুর গ্রামের অধিবাসী হাফেজ মো: শাহাদাৎ হোসেন।
দৈনিক সেনবাগে কণ্ঠ/১৪ আগষ্ট ২০১৫।