দুই প্রতিবন্ধী মেধাবীর দায়িত্ব নিল ছাত্রশিবির ||

ঢাকা : এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত দুই প্রতিবন্ধি অদম্য মেধাবীর শিক্ষার যাবতীয় খরচের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শনিবার ছাত্রশিবির আয়োজিত অদম্য মেধাবীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার এ দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন।

এই অদম্য মেধাবীরা হলো ১. মোঃ মোখলেছুর রহমান। পিতা মৃত আনোয়ার হোসেন। গ্রাম ধওলাই, উপজেলা হাতিবান্ধা, জেলা লালমনিরহাট। ২. মোঃ মোকাদ্দেস হোসেন। পিতা-আলোমগীর হোসেন। গ্রাম কুলারঘাট, সদর উপজেলা, লালমনিরহাট।

গত ৮ জুন এই দুই অদম্য মেধাবীর সাফল্য নিয়ে দৈনিক প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়। তারই সুত্র ধরে ছাত্রশিবির এই দুই মেধাবীর দায়িত্বভার গ্রহণ করে। তাছাড়া একই অনুষ্ঠানে প্রায় অর্ধশত অদম্য মেধাবীকে সংবর্ধনা, উপহার, একাডেমিক বই ও নগদ অর্থ প্রদান করা হয়।

উল্লেখ্য, প্রতি বছরই জিপিএ ৫ প্রাপ্ত অদম্য মেধাবীদের মাঝে ক্রেষ্ট, নগদ অর্থ ও একাডেমিক বই প্রদানসহ বিভিন্ন ভাবে তাদের সহায়তা করে আসছে ছাত্রশিবির। 

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ১২ জুলাই ২০১৫।

Post a Comment

Previous Post Next Post