সেনবাগে এস এস সি /দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত ||

নোয়াখালী সেনবাগ উপজেলা এস এস সি / দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেন স্টুডেন্টস ইউনিটি অব সেনবাগ (সাস)। ২০ শে জুলাই ২০১৫ চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

স্টুডেন্টস ইউনিটি অব সেনবাগ (সাস) সভাপতি গোলাম হায়দার সোহেল এর সভাপত্বিতে প্রধান মেহমান ছিলেন, প্রফেসর জহির উদ্দিন আজম জয়েন্ট সেক্রেটারী (বাংলাদেশ কলেজ টিসার্স এসোসিয়েশন) সাবেক অধ্যক্ষ (এম, এ, হাশেম ডিগ্রী কলেজ)।

স্টুডেন্টস ইউনিটি অব সেনবাগ (সাস) এর সেক্রেটারী মোঃ নিজাম উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ ইসহাক খন্দকার প্রধান শিক্ষক (বান্দরবন জিলা স্কুল), মাষ্টার মনিরুল ইসলাম প্রধান শিক্ষক চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, আনোয়ারুল আজিম সোহেল সহকারী প্রধান শিক্ষক সেনবাগ ক্যাডেট মাদ্রসা ,গোলাম হোসেন শাহীন বিশিষ্ট সমাজ সেবক, সাংবাদিক জিয়া উদ্দিন, এম.এ হাশেম সোহাগ প্রমুখ।

সাস এর লক্ষ্য ‘‘শিক্ষায় সমৃদ্ধ এক আলোকিত সেনবাগ গড়া"

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২১ জুলাই ২০১৫।

Post a Comment

Previous Post Next Post