সেনবাগের ৩নং ডমুরুয়া ইউনিয়নের ডমুরুয়া চৌ- মোড়ের পাশে বক্সগঞ্জ রোডে যুবলীগের দুই সন্ত্রাসী ক্যাডার, ৩নং ডমুরুয়া ইউনিয়নের আওয়ামীলীগের সেক্রেটারি বাকের আহম্মদ ও গাজীরহাট হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক এ, বি, ছিদ্দিক সাহেবের পুত্র স্বপনের আস্তাবাজন নামে পরিচিত রিয়াজ ও মুক্তা দিনের বেলায় প্রকাশ্যে কাপড় ব্যাবসায়ীর কাছ থেকে নগদ টাকা ও দামী শাড়ী চিনতাই করে নিয়ে যায়। যাহা এলাকার অনেক লোকই দেখেছে। এমন কি সামাজিক যোগাযোগের মাধ্যম পেইজবুকের বিভিন্ন আইডি যেমন Sadia Jahan Kanta নামের একটি মেয়ে তার পেইজবুক আইডিতেও লিখেছে তার চোখের সামনে ঘটনাটি ঘটেছে। গণমাধ্যম-Media পেইজ নামে আরেক টি আইডিতেও তা প্রকাশ করেছে।
কিন্তু, চিনতাই কারীরা ৩নং ডমুরুয়া ইউনিয়নের আওয়ামীলীগের সেক্রেটারি বাকের আহম্মদের আস্তাবাজন হওয়াতে তাদের ভয়ে কেউ মুখ খুলে কিছু বলতে পারছেনা। কারন বাকের ও তার সহযোগিরা মানুষকে মামলা হামলা ও নির্যাতনেরর ভয় দেখায়।
উল্লেখ্য, এলাকাবাসীর কাছ থেকে জানাজায়, এ সকল সন্ত্রাসীরা ৩নং ডমুরুয়া ইউনিয়নের আওয়ামীলীগের সেক্রেটারি বাকের আহম্মদ ও গাজীরহাট হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক এ,বি, ছিদ্দিক সাহেবের পুত্র স্বপনের নেতৃত্বে গাজীরহাট - দরবেশেরহাট, গাজীরহাট - কানকিরহাট, ডমুরুয়া চৌ-মোড় - বক্সগঞ্জ রোডে প্রতিনিহত চাঁদাবাজি, ইয়াবা, পেনসিডিল, চিনতাই সহ বিভিন্ন ধরনের অকারেজ করিয়ে থাকেন, যে আয়ের একটা কমিশন বাকের এবং স্বপন পেয়ে থাকেন। এরা সরকার দলীয় লোক হওয়াতে প্রশাসনের পক্ষ থেকে তেমন কোন ব্যাবস্তা নেয় যাচ্ছে না। এলাকাবাসী চাঁদাবাজি, ইয়াবা, পেনসিডিল, চিনতাই সহ বিভিন্ন ধরনের অকারেজ থেকে মুক্তি চায়।
দৈনিক সেনবাগের কণ্ঠ/১৩ জুলাই ২০১৫।