দ্বন্দ্ব ভুলে জামায়াতের ইফতার মাহফিলে কওমি অালেমরা ||

জামায়াতে ইসলামীর সঙ্গে প্রায় ৫০ বছর অাগের দ্বন্দ্ব ভুলে এক কাতারে অাসলেন কওমি মাদ্রাসাভিত্তিক অালেমরা.....
.
বর্তমানে ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন এমন অসংখ্য নেতা জামায়াতের ডাকা ইফতারে অংশ নিয়েছেন হাস্যোজ্জ্বল ভূমিকায়।
.
হাত নেড়ে মোসাফা করেছেন জামায়াত নেতাদের সঙ্গে। পাশাপাশি বসে একে-অপরের খোঁজও নিলেন ।
.
এ চিত্র বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত জামায়াত আয়োজিত ইফতার মাহফিলের।
.
অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ইফতার শুরুর দুই মিনিটের মধ্যে অাসলেও কওমি মাদ্রাসাভিত্তিক রাজনৈতিক দলগুলোর নেতারা অাসলেন অনেকটা অাগেই।
.
অায়োজক দলের ভারপ্রাপ্ত অামির মকবুল অাহমাদ ইফতারে না এলেও দলের প্রধান প্রতিনিধিত্ব করছিলেন নায়েবে অামির অধ্যাপক মুজিবুর রহমান। তিনিও এসেছেন ইফতারের খানিকটা অাগে।

দৈনিক সেনবাগের কণ্ঠ/২৬ জুন ২০১৫।

Post a Comment

Previous Post Next Post