সেনবাগ : আলহামদুলিল্লাহ, দীর্ঘ এক মাস ১৯ দিন কারা ভোগের পর জালিমের কারাগার থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে জামিনে মুক্তি পেলেন ছাত্র শিবিরের নোয়াখালী জেলা উত্তরের সদ্য বিদায়ী সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, ইসলামী আন্দোলনের বীর সেনানী ছাত্রনেতা মো: নজরুল ইসলাম।
সেনবাগের স্থানীয় এক মিলনায়তনে ৩নং ডমুরুয়া ইউনিয়ন জামায়াত সভাপতি গিয়াস উদ্দিন মাঈনের পরিচালনায় আজ সকাল ৮ ঘটিকার সময় শতাধিক নেতা কর্মীর উপস্থিতিতে সংবর্ধনার আয়োজন করা হয়।
সেনবাগ উপজেলার আমীর মাওলানা ইয়াছিন করিম সেনবাগ সদর সাথী শাখার সাহিত্য সম্পাদক হাসান মিয়াজী, ৩নং ডমুরুয়া ইউনিয়ন সহভাপতি প্রফেসার আবু বকর ছিদ্দিক সেক্রেটারি মাওলানা আবুু বকর ছিদ্দিক, সহ স্থানীয় জামায়াত শিবির কর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মাওলানা আবদুল হালিম, মাওলানা মিজানুর রহমান, জামায়াত নেতা আবুল গোফরান, এম এ এইচ রায়হান, সাহাব উদ্দিন, মোস্তফা, ইউসুফ, মনির সহ জামায়াত শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১৯শে জুন ২০১৫ ইং বিকেল বেলা চৌমুহনী কাচারিবাড়ী মসজিদে আসর নামাজ পড়ে বের হওয়ার সময় সম্পূর্ণ অন্যায় ভাবে আওয়ামী পুলিশ বাহিনী তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর কোর্টে নেয়ার পরিবর্তে থানায় রেখে ক্রসফায়ার করার হুমকি দেওয়া হয়। এবং বড় অংকের টাকা চাঁদা দাবি করে, টাকা দিতে অস্বীকার করলে হত্যা মামলার আসামী করে কোটে চালান দিয়ে নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করে।
দৈনিক সেনবাগের কণ্ঠ/ ৮ মে ২০১৫।