নোয়াখালীতে শিবির নেতা জামিনে মুক্তি পেয়েছে ||

নোয়াখালী জেলা উত্তর ছাত্রশিবিরের প্রচার ও প্রকাশনা সম্পাদক ছাত্র নেতা জনাব নজরুল ইসলাম গতকাল বৃহস্পতিবার নোয়াখালী জেলা কারাগার থেকে ১ মাস ১৯ দিন কারাবরণ করার পর জামিনে মুক্তি পেয়েছেন।

উল্লেখ্য, গত ১৯ মার্চ ২০১৫ চৌমুহনী শহর থেকে বিকাল ৫টায় আছরের নামায পড়ে মসজিদ থেকে বের হওয়ার সময় পূর্বে কোনো ধরণের মামলা না থাকার পরও বিনা ওয়ারেন্টে সম্পূর্ণ অন্যায় ভাবে পুলিশ তাকে গ্রেফতার করে নোয়াখালী জেলা কারাগারে পেরণ করে।

ইসলামী ছাত্রশিবিরের নোয়াখালী জেলা উত্তর সভাপতি সহ চৌমুহনী কলেজ শাখা সেনবাগ সাথী শাখা ও তার জন্মস্থান গাজীরহাট শাখা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির মহান মনিবের দরবারে তার মুক্তিতে শুকরিয়া জ্ঞাপন করেছে।

দৈনিক সেনবাগের কণ্ঠ/৮ মে ২০১৫।

Post a Comment

Previous Post Next Post