স্থান ও সময় : গাজীরহাট বাজার সংলগ্ন শাহ আলম মিয়ার মার্কেট, বাবুপুর শ্রীপুর সিলোনিয়া, গাজীরহাট হাট, সেনবাগ, নোয়াখালী। ৬ই এপ্রিল ২০১৫ ইং রোজ সমবার, বিকেল ৩ ঘটিকা হইতে।
★প্রধান মেহমান,
হযরত মাওলানা সাইফুল্লাহ মনির সাহেব।
অধ্যক্ষ সোনাইমূড়ী আলীয়া মাদ্রাসা।
★বিশেষ মেহমান,
হযরত মাওলানা মাছুম বিল্লাহ সাহেব।
খতীব লক্ষীপুর চর শাহী কেন্দ্রীয় জামে মসজিদ।
★বিশেষ মেহমান,
হযরত মাওলানা মোহাম্মদ হানিফ সাহেব।
সহ-সুপার কাদরা হামিদিয়া মাদ্রাসা।
সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল।
দৈনিক সেনবাগের কণ্ঠ/৫ এপ্রিল ২০১৫।
Tags:
স্থানীয় সংবাদ