নোয়াখালীতে যুবদল নেতা আটক ||

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা পুলিশ ফেনীর দানভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওলি উল্ল্যাহ সুমনকে আটক করেছে। আটককৃত সুমন অস্ত্র ব্যবসা ও ডাকাতির সঙ্গে জড়িত বলে জানান পুলিশ।

সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। রোববার গভীর রাতে বসুরহাট পৌরসভার করালিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত যুবদল নেতা ওলি উল্ল্যাহ সুমন (৩০) ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের বিজয়পুর গ্রামের সফি উল্ল্যার ছেলে।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করে দুপুরে জানান, দুর্ধর্ষ সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী সুমনসহ কয়েকজন কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার করালিয়া এলাকায় ডাকাতির প্রস্ততি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ সুমনকে আটক করে। এ সময় তার সহযোগিরা পালিয়ে যায়।

নোয়াখালী প্রতিনিধি/দৈননিক সেনবাগের কণ্ঠ/৩০ মার্চ ২০১৫।

Post a Comment

Previous Post Next Post