সেনবাগে তিন অন্ধ হুজুরের একই তাফসীর ||

সেনবাগ: নোয়াখালীর সেনবাগ উপজেলার এনায়েতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে তিন অন্ধ হাফেজের একই মঞ্চে তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহষ্পতিবার রাতে ব্যাতিক্রমী এ তাফসীর মাহফিল আয়োজন করে এনায়েতপুর যুব সমাজ।

মুটবী সিনিয়র মাদ্রাসার প্রভাষক হাফেজ মাওলনা আবদুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, পাবনার অন্ধ হাফেজ আলতাফ হোসেন চৌধুরী সাহেব।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অন্ধ হাফেজ যোবায়ের হোসেন শরিফ, সোনইমুড়ীর অন্ধ হাফেজ মিজানুর রহমান, এ ছাড়াও লক্ষীপুর চরশাহী জামে মসজিদের খতীব, মাওলানা মাসুম বিল্লাহ, এনায়েতপুর  রহমতিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আবদুর রহমান তাফসীর পেশ করেন।

তিন অন্ধ হাফেজই কোরআন হাদীসের উদ্বৃতি দিয়ে বলেন মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট, এবং রাসুল (সাঃ) এর পূর্ণ অনুসরণই দুনিয়া ও আখেরাতের সফলতা।

তিন অন্ধ হাফেজ মাহফিলের উপস্থিতি সকলকে নাস্তিক মুক্ত দেশ গড়ার আহ্বান জানিয়ে কোরআনের ছায়াতলে সমবেত হয়ে ইসলামী আন্দোলনের কর্মীদের সাথে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন।

এ দিকে ব্যাতিক্রমী ইসলামী সংগীতের আয়োজন কে ঘিরে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ছিলো আনন্দের বন্যা এবং তাফসীর মাহফিলে নেমে আসে মানুষের ঢল। যুবদের নজর কাড়া ব্যাতিক্রমী আয়োজনে এলাবাসী সাবার মুখে মুখে ছিলো আলোচনা ।

পরিশেষে মুসলিম উম্মার জন্য আল্লাহর দরবারে দোয়া কামনা করে মুনাজাত পরিচালনা করেন পাবনার অন্ধ হাফেজ আলতাফ হোসেন চৌধুরী সাহেব।

সেনবাগ প্রতিনিধি/১৪ মার্চ ২০১৫/দৈনিক সেনবাগের কণ্ঠ।

Post a Comment

Previous Post Next Post