নোয়াখালীতে অগ্নিকাণ্ডে ১২টি কক্ষ ভস্মীভূত ||

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে একটি ভবনের ১২টি কক্ষে রাখা সবকিছু পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

রোববার সকালের দিকে পৌরসভার ডাক্তারপাড়া এলাকার হাসান মঞ্জিলে এই অগ্নিকাণ্ড ঘটে।

ক্ষতিগ্রস্ত ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চৌমুহনী পৌরসভার ডাক্তারপাড়া এলাকায় হাসান মঞ্জিলে আগুন দেখে স্থানীয় লোকজন । মুহূর্তের মধ্যে আগুন আশপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে ভবনের ভাড়াটিয়াদের ১২টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। এতে কক্ষগুলোতে থাকা মূল্যবান আসবাপত্র ও মালামাল পুড়ে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ক্ষতিগ্রস্তদের ধারণা গ্যাসের রান্নার চুলা থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।’

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ১৫ ফেব্রুয়ারী ২০১৫।

Post a Comment

Previous Post Next Post