দিনাজপুরে ছাত্রশিবিরের চিড়িবন্দর সাংগঠনিক থানা সভাপতি মতিয়ার রহমানকে পুলিশ কর্তৃক গুলির পর চিকিৎসাধীন অবস্থায় তুলে নিয়ে নির্মম ভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এক প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান বলেন, অবৈধ সরকারের বেআইনি নির্দেশে একের পর এক নিরাপরাধ মেধাবী ছাত্রদের হত্যা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহীনি।
গতকাল বিকাল ৫টায় রাণীবন্দর বাজার থেকে তার বড় ভাই ডা. খোদাবক্সকে গ্রেপ্তার করে পুলিশ। এর প্রতিবাদে তাৎক্ষণিক ভাবে বাজারের বিক্ষুদ্ব জনতা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ নির্বিচারে গুলি বর্ষণ করে। এতে তিনি হাত ও পায়ে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন।
পরে তাকে দিনাজপুর মেডিকেল কলেজে ভর্তি করা হলে তার অবস্থার কিছুটা উন্নত হয়। কিন্তু রাতে তাকে ঢাকায় স্থানান্তরের কথা বলে হাসপাতাল থেকে ডিবি কার্যালয়ে নিয়ে যায় পুলিশ। সেখানে তাকে ঠান্ডা মাথায় গুলি চালিয়ে হত্যা করে ঢাকায় স্থানান্তর করে।
নেতৃবৃন্দ বলেন, গুলিতে মারাত্মক আহত একজন মেধাবী ছাত্রকে চিকিৎসাধীন অবস্থা থেকে তুলে নিয়ে হত্যা করে পুলিশ যে বর্বরতার নিকৃষ্ট নজির স্থাপন করেছে তাতে বিবেকবান দেশবাসী স্তব্ধ ও বিক্ষুদ্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন বর্বর আচরণ দেখে মনে হচ্ছে তারা অবৈধ সরকারের বেআইনি নির্দেশ পালনে নির্মম হত্যাযজ্ঞের প্রতিযোগিতায় নেমেছে।
শুধু মাত্র রাজনৈতিক কারণে শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে নির্বিচার গুলি বর্ষণ চালিয়ে আহত করে তার উপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা থেকে তুলে নিয়ে গুলি করে হত্যার মত বর্বরতা ইতিহাসে নজিরবিহীন।
নেতৃবৃন্দ হুশিয়ার করে বলেন, অবিলম্বে নারকীয় বর্বরতা বন্ধ করুন। মেধাবী ছাত্রদের হত্যা, অবৈধ ক্ষমতাকে রক্ষা করবে না প্রতি ফোটা রক্ত আপনাদের জন্য করুণ পরিণতি ডেকে আনবে। এভাবে নির্বিচার হত্যাযজ্ঞ অব্যাহত রাখলে ছাত্রসমাজ শান্তিপূর্ণ আন্দোলন পরিত্যাগ করে সর্বাত্মক প্রতিরোধ আন্দোলনের সিদ্ধান্ত নিবে।
অবিলম্বে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে শিবির নেতা মতিয়ার রহমান হত্যাকারী পুলিশ সদস্যদের গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে। অন্যথায়, আপনাদের জন্য এমন লজ্জাজনক পরিণতি অপেক্ষা করছে যার কল্পনাও করতে পারছেন না।
নেতৃবৃন্দ হত্যাকারীদের গ্রেপ্তার এবং অগণতান্ত্রিক ও বেআইনি সকল আচরণ পরিহার করতে সরকারের প্রতি আহ্বান জানান।
দৈনিক সেনবাগের কণ্ঠ/ ১৫ ফেব্রুয়ারি ২০১৫।