বইমেলায় ভিন্ন স্বাদের বই : নোটবুকে কাদের মোল্লা ||

এবারের বই মেলায় একেবারেই ভিন্ন স্বাদের একটি বই অনেকেরই দৃষ্টি আকর্ষণ করেছে।

তরুণ সাংবাদিক আহমেদ আল আমীনের লেখা প্রথম বই এটি। তবে, অত্যন্ত স্পর্শকাতর ও ঐতিহাসিক ঘটনা অবলম্বনে লেখা বইটি জ্ঞানপিপাসু মানুষকে খুব দ্রুতই কাছে টেনে নিয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রায় শুরু থেকেই একাত্তরের মুক্তিযুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঐতিহাসিক বিচার কার্যক্রম পর্যবেক্ষণ করছেন এই তরুণ সাংবাদিক।

একজন প্রত্যক্ষদর্শী হিসেবে দেখেছেন ট্রাইব্যুনাল ও আপিল বিভাগের বিভিন্ন ঘটনা। এর মধ্যে রয়েছে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার বিচারও। সেই সব ঘটনাই তুলে এনেছেন বইয়ে।

তবে, সুনির্দিষ্টভাবে কাদের মোল্লার পুরো বিচার প্রক্রিয়া নিয়ে লিখেছেন-‘নোটবুকে কাদের মোল্লা হাতকড়া টু ফাঁসির দড়ি’ নামের একটি গ্রন্থ।

এটি তরুণ লেখকেরই শুধু প্রথম প্রকাশিত বই নয়, মানবতাবিরোধী অপরাধ ও কাদের মোল্লার বিচারের ক্ষেত্রে প্রত্যক্ষদর্শী ও পর্যবেক্ষকের দৃষ্টিকোণ থেকে লেখা এটি প্রথম কোন প্রকাশিত গ্রন্থও বটে।

নন্দিত থেকে প্রকাশিত এ বইটি অমর একুশে গ্রন্থ মেলায় পাওয়া যাচ্ছে বাংলা একাডেমির জাতীয় গ্রন্থকেন্দ্রের স্টলে। বইটির মূল্য ১৩৫ টাকা।

লেখকের মতে, মুক্তিযুদ্ধ ও মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে গবেষণার ক্ষেত্রে গবেষকদের সংগ্রহে রাখার মত একটি বই এটি।

উল্লেখ্য, সাংবাদিক আহমেদ আল আমীন লেখালেখি করছেন ছোটবেলা থেকেই। এ পর্যন্ত বিভিন্ন পত্র-পত্রিকা

দৈনিক সেনবাগের কণ্ঠ/১৮ ফেব্রুয়ারি ২০১৫।

Post a Comment

Previous Post Next Post