রাষ্ট্রের সিকিউরিটি অর্গান গুলোর মুখ থেকে পলিটিক্যাল বক্তব্য বাড়াবাড়ি : ব্রিগেডিয়ার সাখাওয়াত ||

দৈনিক মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীর উপস্থাপনায় গত রাতে চ্যানেল আই "আজকের সংবাদ পত্র" অনুষ্ঠানে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন (অব:) বলেছেন,

রাষ্ট্রের সিকিউরিটি অর্গান গুলোর মুখ থেকে পলিটিক্যাল বক্তব্য বাড়াবাড়ি।

তিনি বলেন, আসলে আমরা কিন্তু খুব ক্রিটিক্যাল সময়ে আছি এখন। যদি আমি এটাকে তুলনা করি ২০১৩ সালের সাথে যেটা হয়েছিলো নির্বাচনের আগে সেটা খুবই ভায়লেনট হয়েছিলো আমরা সিনারিও দেখেছি। এবং সেই নির্বাচন যেভাবেই হউক মোটামোটি সামাল দেয়া হয়েছিলো।

ব্রিগেডিয়ার সাখাওয়াত বলেন, আমরা এখন দেখছি সহিংসতায় শত শত গাড়ি জ্বলছে, সাধারণ মানুষ মারা যাচ্ছে। যাদের সাথে রাজনীতির সম্পর্ক নেই। একদিকে আমরা যেমন সেটা দেখছি আরেক দিকে সরকারের যে স্টেট অর্গান গুলো, বিশেষ যারা নিরাপত্তা বিধান করবে সেই ধরণের অর্গান গুলো যতেস্টও মারমুখী হয়ে উঠেছে। এবং কিছু কিছু বক্তব্য যে রকম বক্তব্য অনেক সময় পলিটিক্যাল বক্তব্য হওয়ার কথা ছিল। সে গুলো আমরা দেখছি বিভিন্ন বাহিনীর প্রধান বা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মুখ থেকে বেরুচ্ছে।

তিনি বলেন, এতে আমার যেটা মনে হয়, সার্বিক ভাবে আমি দুটো জিনিস আমি দেখি,, সরকারের কিছু কিছু নেতারা যেভাবে কথা বলছেন সেটা এক ধরণের উস্কানি মূলক বক্তব্য অপর পক্ষকে। তেমনি এধরণের পরিস্থিতি যখন হয় তখন সরকার কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার কারণ হচ্ছে যখন সরকার সমস্থ পন্থায় নিয়ন্ত্রণ করতে যায়, এবং সেই সংস্তাটি যখন সবকিছু নিয়ন্ত্রণ করতে যায় তখন কিন্তু একটা বাড়াবাড়ি হয়ে যায়।

সাবেক নির্বাচন কমিশনার বলেন, কারণ আপনি একটি রাজনৈতিক বিষয় সমস্যা। একটি দুর্বল দল তারাও সহিংসতার মধ্য দিয়ে করছে। তবে কারা করছে এখনো তা পরিষ্কার নয়। এরকম সময়ে অনেক গুলো শক্তি দাঁড়িয়ে যায়। কারা কি করছে বোঝা মুশকিল।এই প্ররিপ্রেক্ষিতে জাতিসঙ্গের উদ্বেগ থাকাটা স্বাভাবিক।

তিনি আরো বলেন, আমরা জাতিসঙ্গের একটি গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র। রাষ্ট্রের সিকিউরিটি অর্গান গুলোর বক্তব্য বিদেশে অতি তাড়াতাড়ি লুফে নেয়। এবং জাতিসঙ্গের বিবৃতি কিন্তু সব দেশে ফলো করে আমাদের টা ও আন্তর্জাতিক মিডিয়ায় আসবে। এবং সব দেশ এটা দেখবে যা কিন্তু দেশের জন্য খুবই মারাত্মক।

দৈনিক সেনবাগের কণ্ঠ/১২ফেব্রুয়ারি ২০১৫।

Post a Comment

Previous Post Next Post