আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে টানা অবরোধ ও হরতালের সমর্থনে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মগবাজারে মিছিল-সমাবেশ ও পিকেটিং করেছে জামায়াতে ইসলামী রমনা থানা।
রমনা থানা জামায়াতের সেক্রেটারী জিল্লুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, থানা জামায়াতের দফতর সম্পাদক ইউসুফ আলী মোল্লা, প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার, মহানগরী শিবির নেতা হাফেজ আশ্রাফ উদ্দিন, থানা শিবির নেতা মোস্তাফিজুর রহমান, আনিসুর রহমান জামায়াত নেতা আব্দুল কাইয়ুম, আকতার হোসাইন ও মোশাররফ হোসাইন প্রমুখ।
মিছিলটি চৌ-রাস্তা থেকে শুরু হয়ে মগবাজার রেলগেইট এসে অবরোধ করে সমাবেশে মিলিত হয়। সমাবেশে নেতৃবৃন্দ বলেন- সরকার এখন বেসামাল, তাদের পতন ঘন্টা বেজে গেছে। জনতার প্রতিরোধ আন্দোলনে বাকশালীরা পালাবার পথ খুঁজছে। নিরপরাধী মানুষকে গুম, ক্রসফায়ারের নামে হত্যার দায়ে, জনতার আদালতে তাদের বিচারের জন্য প্রস্তুতি চলছে।
দৈনিক সেনবাগের কণ্ঠ/ ১২ ফেব্রুয়ারী ২০১৫।