কারাগারের পথে কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা ||

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারের পথে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা।

বৃহস্পতিবার বেলা ১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে লাল কাপড়ে মোড়ানো  মৃত্যু পরোয়ানাটি কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে পাঠানো হয়।

এর আগে কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদসস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ জারি করেন।

মৃত্যু পরোয়ানা জারির আগে রায়ের পূর্ণাঙ্গ কপি পর্যবেক্ষণ করে তাতে সই করেন ট্রাইব্যুনাল-২। এরপর রায়ের কপিটি ট্রাইব্যুনালের রেজিস্টার বরারবর পাঠানো হয়। ট্রাইব্যুনালের রেজিস্টার মোস্তাফিজুর রহমান রায়ের কপিতে সই করার পর আসামির মৃত্যু পরোয়ানা জারি করে কপিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপারের কাছে পাঠানো হয়। এছাড়াও রায়ের আরো দু’টি কপি ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে সূত্রে জানা গেছে।

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের এই নেতার মৃত্যুদণ্ড বহাল রেখে দেয়া আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের কপি গতকাল বুধবার প্রকাশ করা হয়।

উল্লেখ্য, গত বছরের ৩ নভ্ম্বের একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন আপিল বিভাগ।

মুক্তিযুদ্ধের সময় হত্যা-নির্যাতনের অভিযোগে দোষী সাব্যস্ত করে গত বছর ৯ মে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ১৯ ফেব্রুয়ারী ২০১৫।

Post a Comment

Previous Post Next Post