‘যারা পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করছে, ওই আগুনেই তাদের পুড়িয়ে মারা হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান।
তিনি বলেছেন, ‘জঙ্গিবাদের স্থান বাংলাদেশে নেই। ৫ জানুয়ারির নির্বাচন যদি অনুষ্ঠিত না হতো তাহলে দেশ পাকিস্তান- আফগানিস্তানে পরিণত হতো।’
বুধবার বেলা ১১টার মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে দিকে নাশকতাবিরোধী এক পথসভায় তিনি এসব মন্তব্য করেন।
খুলনা রেঞ্জের ডিআইজি বলেন, দেশ যখন অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে তখন হরতাল-অবরোধ দিয়ে একটি গোষ্ঠী দেশকে পেছনের দিকে ঠেলে দিতে চাচ্ছে। যিনি এ হরতালের নায়ক তিনি মানুষ পুড়িয়ে মেরে, রেললাইন উপড়ে ফেলে হাজার হাজার মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন।
নাশকতাকারী ও চোরাগোপ্তা হামলাকারীদের সামনাসামনি মোকাবেলার আহ্বান জানিয়ে ডিআইজ আরো বলেন, ‘যারা পেট্রোলবোমা মারার সঙ্গে জড়িত তাদের ওই আগুনেই পুড়িয়ে মারা হবে।’
এসব কর্মকাণ্ড প্রতিরোধে দেশবাসীকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
পথসভায় উপস্থিত ছিলেন— খুলনা র্যাএবের অধিনায়ক লে. কর্নেল এনামুল আরিফ সুমন, খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি রফিকুল ইসলাম, মেহেরপুর পুলিশ সুপার (এসপি) হামিদুল আলমসহ বিজিবি, পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ।
রাজনগরের অনুষ্ঠান শেষে ডিআইজি মনিরুজ্জামানের মেহেরপুর, মুজিবনগর ও গাংনী উপজেলা শহরে পৃথক তিনটি পথসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
দৈনিক সেনবাগের কণ্ঠ/১২ ফেব্রুয়ারি ২০১৫।