২০১৫ সালের এস এস সি পরিক্ষার্থী রিফাত অাবদুল্লাহ খান ।অাজ পরীক্ষার সেন্টার থেকে অন্যায় ভাবে তাকে অাটক করে পুলিশ! অপরাধ? সে মাওলানা রফিকুল ইসলাম খানের ছেলে। তার বাবা সরকার বিরোধী জোটের অন্যতম শরীক বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী অামীর ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি।
সরকার একদিকে এস এস সি পরীক্ষার্থীদের নিরাপত্তা দেয়ার কথা বলছে, অন্যদিকে পরীক্ষার্থীরই নিরাপত্তা বিঘ্নিত করছে! দেশের সংবিধান অনুযায়ী রিফাত এখনো কিশোর।অন্তত একজন কিশোর ও এস এস সি পরীক্ষার্থী হিসেবে সে রাষ্ট্রের কাছে নিরাপত্তা পাওয়ার কথা ছিল। কোথায় মানবাধিকার ? কোথায় গণতন্ত্র? এসব রাষ্ট্রের কথার ফুলঝুঁড়ি।
রাষ্ট্রের অবৈধ সরকারের কাছে বিরোধী মতের পরিবার পরিজন অাজ কেউ নিরাপদ নয়। তারা জানেনা কোনটি বৈধ অার কোনটি অবৈধ ।অামরা যেন সবাই স্বাধীন দেশের বন্দি নাগরিক। এর প্রতিবাদের ভাষা দেশের সিংহ ভাগ মানুষের জানা নেই!
রিফাতের পরবর্তী পরীক্ষার অাগেই তার মুক্তি দিন।সারাদেশে বেশ কয়েকজন এস,এস, সি পরীক্ষার্থী কথিত অাজগুবি অপরাধের অভিযোগে পুলিশ অাটক করেছে, তাদের নিঃশর্ত মুক্তি দিয়ে তাদের পরীক্ষায় অংশ গ্রহনের ব্যবস্থা করুন।
একদিকে মানবাধিকার লঙ্ঘন অারেক দিকে মানবাধিকার সুরক্ষার গলাবাজী মানবতার সাথে উপহাস বৈ অার কি বলা চলে?
Abdul Zabbar
কেন্দ্রীয় সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।