দেশ ও ইসলামের প্রয়োজনে জামায়াত-শিবির নেতাকর্মীরা ফাঁসির মঞ্চে যেতেও প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও রমনা থানা আমির ড. মুহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, জামায়াত কর্মীরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না । দেশ ও ইসলামের প্রয়োজনে ফাঁসি মঞ্চেও যেতে এই সংগঠনের কর্মীরা প্রস্তুত।
শুক্রবার সকাল ১০ টায় রাজধানীর মগবাজারের একটি মিলনয়াতনে জামায়াত নেতা আব্দুস সুবহান ও সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সহ আটককৃত নেতৃবৃন্দের মুক্তির জন্য রমনা থানা জামায়াত আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন।
ড. রেজাউল বলেন, সরকারের গণহত্যা, রাষ্ট্রীয় সন্ত্রাস ও দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে গড়ে উঠা শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে। খুনি , সন্ত্রাসী ও নৈরাজ্য সৃষ্টিকারী সরকারের বিচার একদিন বাংলার মাটিতে হবেই। চূড়ান্ত এই লড়াইয়ে দেশ প্রেমিক জনতার বিজয় হবেই।
তিনি বলেন, ইসলাম ও দেশের প্রয়োজনে সাহসী ভূমিকা রাখায় সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে জামায়াত নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্র করছে। সরকার এক দলীয় শাসন টিকিয়ে রাখতে রাজনৈতিক চাতুরীতার অংশ হিসেবেই সাজানো মামলায় জামায়াতের নেতৃবৃন্দকে সাজা দিচ্ছে। জামায়াত একটি আদর্শবাদী আন্দোলনের নাম। লোভ বা ভয় দেখিয়ে এই দলের নেতাকর্মীদেরকে আদর্শের সংগ্রাম থেকে সরানো যাবেনা।
থানা সেক্রেটারি জিল্লুর রহমানের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য ইউসুফ আলী , আতাউর রহমান সরকার , আব্দুল কাইয়ুম ও শিবির নেতা আশ্রাফ উদ্দিন প্রমুখ।
দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২০ ফেব্রুয়ারি ২০১৫।