বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম খানের পুত্র রিফাত আবদুল্লাহ খানকে আজ এস.এস.সি পরীক্ষা দেয়ার সময় পরীক্ষার হল থেকে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর অন্যায়ভাবে আটক করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।
আজ ২০ ফেব্রুয়ারী এক বিবৃতির মাধ্যমে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, মাওলানা রফিকুল ইসলাম খানের পুত্র রিফাত আবদুল্লাহ খানকে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ অন্যায় ও অযৌক্তিকভাবে পরীক্ষার হল থেকে আটক করেছে।
একজন রাজনৈতিক দলের নেতা হওয়ার কারণে কারো সন্তানকে বিনা কারণে এভাবে আটক করা সম্পূর্ণ অন্যায় ও অমানবিক। একজন পরীক্ষার্থী ছাত্রকে অমানবিকভাবে সরকার আটক করে তার শিক্ষা জীবন ধ্বংস করার ষড়যন্ত্র করছে।
রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যেই সরকার রিফাত আবদুল্লাহ খানকে আটক করে তার শিক্ষা জীবন ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে।
সরকারের এ অন্যায়, অযৌক্তিক ও অমানবিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশী-বিদেশী সকল মানবাধিকার সংস্থা এবং বিবেকবান দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
মাওলানা রফিকুল ইসলাম খানের পুত্র রিফাত আবদুল্লাহ খানকে অনতিবিলম্বে মুক্তি দিয়ে তাকে এস.এস.সি পরীক্ষায় নির্বিঘ্নেঅংশ গ্রহণ করে পরীক্ষা সমাপ্ত করার সুযোগ দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২০ ফেব্রুয়ারি ২০১৫।