ইতিহাস কাউকে ক্ষমা করে না :
ইতিহাস সাক্ষী, সত্যের বাহককে যারা সহ্য করেনি, তারাই জাহান্নামের যন্ত্রণাময় জীবনকে স্বাগত জানাতে বাধ্য হয়েছে ৷ সত্যের বাহককে যারা বরদাশত করতে পারেনি, ঘৃণা ও লাঞ্ছনার বোঝা মাথায় নিয়ে তাদেরকে এ পৃথিবী ত্যাগ করতে হয়েছে ৷
মিশরের হাসান আল বান্নাকে যারা সহ্য করতে পারেনি, তারা ঘৃণিত জীবন গ্রহণ করতে বাধ্য হয়েছে ৷ জামাল উদ্দিন আফগানীকে যারা সহ্য করতে পারেনি, তারা কেউ সম্মানের সাথে পৃথিবী থেকে বিদায় নিতে পারেনি ৷ বদীউজ্জামান সাঈদ নুরসীকে যারা দুশমন মনে করছে, তারাও অত্যন্ত করুন পরিনতি বরণ করতে বাধ্য হয়েছে ৷
আল্লামা মওদূদী (রহ:) কে ফাঁসীর কুঠুরিতে নিয়েও বাতিল তাঁকে মাথানত করাতে ব্যার্থ হয়েছে ৷ অবশেষে বাতিল শক্তিই তাঁর সামনে শির নোয়াতে বাধ্য হয়েছে ৷
আল্লামা সাঈদীর কন্ঠ স্তব্ধ করার লক্ষ্যে প্রথমবারের মত যারা তাঁকে গ্রেফতার করেছিল, তাদের পিতা শেখ মুজিব লাঞ্ছিত, অপমানিত হয়ে মানুষের অভিশাপ কুড়িয়ে ধ্বসে পড়তে বাধ্য হয়েছেন ৷
ইসলামের বিপ্লবী মুজাহিদ আল্লামা সাঈদীর দিকে একটি আঙ্গুল উঁচু করে অশুভ ইংগিত করার অর্থ হলো হাতের আরো কয়েকটি আঙ্গুল অশুভ ইশারাদাতাকে সতর্ক সংকেত দেওয়া ৷
ইসলামী আন্দোলনকে শত্রুদল হিসেবে চিহ্নিত করে যারাই এই মহান আন্দোলনের বিরোধীতা করেছে, তাদেরকে ইতিহাস ক্ষমা করেনি ৷
দ্বিতীয়বারের মত কালের শ্রেষ্ঠ সন্তানদের দিয়ে কারাগার পরিপূর্ণ করা হলো ৷ ইসলামী আন্দোলনের সিপাহসালার আল্লামা সাঈদীকে গ্রেফতার করে কারাগারে আবদ্ধ করা হলো ৷ বিশ্ব নন্দিত নেতৃবৃন্দের নাগরিকত্ব বাতিল করা হলো ৷ মহান আল্লাহ সেই জালিম যুগের ফিরাউনের পৃথিবীর নাগরিকত্ব বাতিল করে দিলেন ৷ ইতিহাস নির্মম
প্রতিশোধ গ্রহণ করলো ৷
আজ আল্লামা সাঈদীকে যারা জেলে বন্দী রেখে তাঁর উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, ওদেরকেও ইতিহাস ছাড়বে না ৷ ফেরাউন, নমরুদ, আবু জেহেল, ওতবা, শায়বা এবং শেখ মুজিবের মত করুন পরিণতি ভোগ করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে হবে ৷
এডমিন- দৈনিক সেনবাগের কণ্ঠ/ ৯ফেব্রুয়ারি ২০১৫।
চলবে →