বইমেলায় আমিরুল মোমেনীন মানিকের ৩ বই ||

একুশে গ্রন্থমেলায় কণ্ঠশিল্পী ও সাংবাদিক আমিরুল মোমেনীন মানিকের তিনটি বই প্রকাশিত হয়েছে।

প্রকাশনা সংস্থা সেভেন্টিওয়ান টেলিমিডিয়া থেকে প্রকাশিত 'জনচাকর' পাওয়া যাচ্ছে বাংলা একাডেমি চত্বরের জাতীয় গ্রন্থকেন্দ্রের দুই নং স্টলে। বইটির প্রচ্ছদ করেছেন আবু ওবায়দা। দাম ১২০ টাকা।

আলোঘর প্রকাশনী থেকে প্রকাশিত সঙ্গীত বিষয়ক বই 'সুর-সঞ্চারী' ও পাওয়া যাবে জাতীয় গ্রন্থকেন্দ্রের স্টলে। বইটিতে সুর প্রয়োগ, গান রচনা ও বাংলা গানের ক্রমধারা তুলে ধরা হয়েছে। তরুণ শিল্পীদের জন্য এটি গাইড লাইন হিসেবে কাজ করবে। আবু ওবায়দার প্রচ্ছদে ছাপা বইটির দাম রাখা হয়েছে ১৮০ টাকা।

গ্রন্থমেলায় আমিরুল মোমেনীন মানিকের তৃতীয় বইয়ের নাম 'মুখোশপরা মুখ'। এটি প্রকাশ করেছে আদর্শ প্রকাশনী। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান চত্বরে আদর্শের ৪১১-১২ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি। চলমান সময়ের নানা ঘাত-প্রতিঘাত ও ভদ্রতার অন্তরালে প্রবৃত্তির ভয়ঙ্কর রূপ ফুটে উঠেছে বইয়ের নানা পর্বে।

'অবাক শহরে' অ্যালবাম দিয়ে খ্যাতি পাওয়া কণ্ঠশিল্পী আমিরুল মোমেনীন মানিকের অন্য বইগুলো হলো- ইবলিস (নাটক), ব্লাডি জার্নালিস্ট (গদ্য), রাজনীতির কালো শকুন (গদ্য) ও বঙ্গবীর এক্সপ্রেস (গদ্য)।

গান ও লেখালেখির বাইরে আমিরুল মোমেনীন মানিক একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে রিপোর্টিং, খবর পাঠ ও টক-শো’র উপস্থাপনা করেন।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ১২ ফেব্রুয়ারি ২০১৫।

Post a Comment

Previous Post Next Post