সেনবাগে প্রশাসন ও ছাত্রলীগের কড়া নিরাপত্তা পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত-৩৩ ||

সেনবাগ: নানা উদ্ধেগ আর উৎণ্ঠার মধ্যে দিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুক্রবার নোয়াখালীর সেনবাগে শুরু হয়েছে।

এবছর উপজেলা এসএসসি ৪টি, দাখিল ১টি, ভোকেশনাল ১টি সহ মোট ৬টি কেন্দ্রে ৩ জাহার ৭শ’ ৫জন পরিক্ষার্থী অংশ গ্রহন করছে। তবে প্রথম দিনে পরীক্ষায় ৩৩জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) উদয়ন দেওয়ান ও মাধ্যমিক কর্মকর্তা শিক্ষা আবদুর রহিম খাঁন বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার নিরাপত্তা সার্বিক বিষয়ে তদারকি করেন। এ উপলক্ষে বিভিন্ন কেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়।

এদিকে ছাত্রলীগের এক সসস্ত্র বাহিনী মোটরসাইকেল নিয়ে পুলিশ প্রসাশনের সাথে সেনবাগ পৌরসভার হাসপাতাল গেট থেকে ডাকবাংলা পর্যন্ত পরীক্ষা শেষ হওয়ার পুর্বমূহুর্ত পর্যন্ত  মহড়া দিতে দেখা যায়।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ৬ ফেব্রুয়ারি ২০১৫।

Post a Comment

Previous Post Next Post