শিগগিরই আসছে বিএনপি-জামায়াত জোটের সমাবেশের ঘোষণা ||

খুব শিগগিরই ঢাকায় একটি মহাসমাবেশের ডাক দিতে পারে বিএনপি - জামায়াত জোট। সরকার বিরোধী আন্দোলন আরো তীব্র করার লক্ষ্যে আগামী এক সপ্তাহের মধ্যে এ সমাবেশটি করার চিন্তাভাবনা করা হচ্ছে বলে জোটের একাধিক সূত্র থেকে ইঙ্গিত পাওয়া গেছে।

রাজপথে আন্দোলনরত এ জোট গত ৫ জানুয়ারি ঢাকায় একটি সমাবেশ করতে চেয়েছিল। কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে রাজধানীতে সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করায় তখন তা সম্ভব হয়নি।

বিএনপি-জামায়াত জোটের শীর্ষ একজন নেতা জানিয়েছেন, ১২ জানুয়ারি ডিএমপির পক্ষ থেকে রাজধানীতে সভা-সমাবেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় দ্রুতই একটি সমাবেশের ঘোষণা দিতে পারে তারা। তবে এখনো দিনক্ষণ ঠিক হয়নি বলেও জানান তিনি।

জোটের অপর একজন নেতা জানিয়েছেন, আগামী ১৬ জানুয়ারি তাবলীগ জামায়াতের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়ে ১৮ জানুয়ারি সকালেই শেষ হবে। আর ইজতেমার বিষয়টি বিবেচনায় রেখেই জোটের পক্ষ থেকে সমাবেশের তারিখ নির্ধারণ করা হবে। তিনি জানান, ১৮ জানুয়ারি দুপুরের দিকে ঢাকায় সমাবেশে করার পক্ষে জোটের শীর্ষ নেতারা।

এ বিষয়ে জোটের অন্য শরিকদের সঙ্গে আলাপ-আলোচনা করে শিগগিরই সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

দৈনিক সেনবাগের কণ্ঠ/১৩ জানুয়ারি ২০১৫

Post a Comment

Previous Post Next Post