চলমান রাজনৈতিক সহিংসতা ও সঙ্কট সমাধানকল্পে গ্রহণযোগ্য উদ্যোগ নিতে আজ সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের ৩দফা কর্মসূচি ঘোষণা
কর্মসূচীসমুহ: ৫ ফেব্রুয়ারি ঢাকায় সাদা পতাকা নিয়ে মানববন্ধন (গাবতলী থেকে যাত্রাবাড়ী), ৮ ফেব্রুয়ারি সারাদেশে জেলায় জেলায় সাদা পতাকা নিয়ে মানববন্ধন। ১৩ ফেব্রুয়ারি সারাদেশে প্রতিটি উপজেলায় সাদা পতাকা নিয়ে মানববন্ধন। এরপরও সংকট সমাধানের উদ্যোগ নেয়া না হলে সারা দেশের শান্তিকামী ও দেশপ্রেমিক সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে শান্তি প্রতিষ্ঠার দাবীতে সাদা পতাকা নিয়ে ঢাকা অভিমূখে শান্তি অভিযাত্রা বা “মার্চ ফর পিস” কর্মসূচি গ্রহণ করা হবে, ইনশাআল্লাহ।
দৈনিক সেনবাগের কণ্ঠ/২৭জানুয়ারি ২০১৫।
Tags:
জাতীয় নিউজ