সেনবাগ: পূর্বের ন্যায় স্বয়ংক্রিয়ভাবে সকলের সাথে একযোগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন স্কেল কার্যকর করার দাবীতে সোমবার সকালে বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট স্মারকলিপি প্রদান করেছেন সেনবাগ উপজেলা শিক্ষক- কর্মচারী ঐক্য পরিষদ।
সোমবার সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে বাংলাদেশ শিক্ষক সিমিতি সেনবাগ শাখার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে সেনবাগ পৌর শহরেরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ানের কার্যলয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সিমিতি সেনবাগ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সহ- সভাপতি আবদুল ওহাব বিএসসি, বেলায়েত বিএসসি।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ানের হাতে স্মারকলিপি তুলে দেন শিক্ষক নেতৃবৃন্দ।
দৈনিক সেনবাগের কণ্ঠ/এমএআর/১৯ জানুয়ারি ২০১৫।