বিএনপি গণবিচ্ছিন্ন হয়ে গেছে সেটি সঠিক নয় : জয়নাল হাজারী ||

কোকোর জানাজায় লাখো মানুষের সমাবেশ কোকোর প্রতি ভালবাসার প্রমাণ নয় বরং বিরোধী দলের প্রতি মানুষের আস্থার পরিচয়ও। সুতরাং এতদিন যে সবাই বলে আসছিল সহিংসতার কারণে বিএনপি একেবারেই গণবিচ্ছিন্ন হয়ে গেছে সেটি সঠিক নয়।

মনে হয়, এই জানাজার মাধ্যমে বিএনপি-জামায়াত আবার প্রাণ ফিরে ফেল। প্রকাশিত প্রতিবেদনে আরো বলা হয়, এই জানাযাকে নিয়ে সরকার যেমন কঠোরভাবে চিন্তিত ছিল। আইন শৃঙ্খলা বাহিনীও প্রস্তুত ছিল। যত বড় সমাবেশই জানাজা উপলক্ষে হোকনা কেন এটাকে শক্তিতে পরিণত করে কিছু একটা ঘটাবার মত নেতৃত্ব বিএনপিতে নেই। সেই বিবেচনায় এই সমাবেশ থেকে কোন কিছু করার চেষ্টা না করাই বুদ্ধিমানের কাজ হয়েছে।’ বুধবার বহুল আলোচিত আওয়ামীলীগ নেতা সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারী তার সম্পাদিত ‘হাজারিকা প্রতিদিন’ পত্রিকার প্রধান প্রতিবেদনে এই মতামত তুলে ধরেছেন।

এই প্রতিবেদনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো’র জানাজায় লাখো মানুষের সমাবেশকে বিরোধী রাজনীতির প্রতি মানুষের আস্থার পরিচয় বলে মূল্যায়ন করেন জয়নাল হাজারী।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ৩০ জানুয়ারি ২০১৫।

Post a Comment

Previous Post Next Post