চট্টগ্রাম: নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের কার্যালয় লক্ষ্য করে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ আগ্রাবাদসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ৮ জনকে আটক করেছে।
ডবলমুরিং থানার এস আই শাহাদাত হোসেন বলেন, ‘আগ্রাবাদ বিদ্যুৎ ভবন লক্ষ্য করে দুটি ককটেল বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা। পরে পাশের ডেবার পাড় এলাকায় অভিযান চালিয়ে ৮জনকে আটক করা হয়েছে।’
উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে ৩টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ডেসকো। এরপর শনিবার দুপুরে চট্টগ্রামে এ ঘটনা ঘটে।
দৈনিক সেনবাগের কণ্ঠ/ ৩১ জানুয়ারি ২০১৫।
Tags:
জাতীয় নিউজ