নোয়াখালী (সেনবাগ প্রতিনিধি): জাতীয় পাঠ্য পুস্তক দিবস ও বিনামূল্যে বই বিতরণী উৎসব নোয়াখালীর সেনবাগের ৩নং ডমুরুয়া ইউনিয়নের ডমুরুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃহষ্পতিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সেবক, শিক্ষানুরাগী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শওকত হোসেন কানন সাহেব।
এ উপলক্ষে ডমুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আঞ্জুমান আরা সেলি বেগমের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সেবক, শিক্ষানুরাগী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি একরাম হোসেন, সদস্য আয়ুব খান, সদস্য জসিম উদ্দিন, সাবেক ছাত্র নেতা এম এ এইচ রায়হান, মহিলা সদস্যা আয়েশা ছিদ্দিকা ও হাছিনা আক্তার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, ডমুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজমুন্নাহার, সহকারী শিক্ষিকা ফারজানা ছিদ্দিকা চাঁদনী, সহকারী শিক্ষিকা জহুরা বেগম ও সহকারী শিক্ষিকা সেলিন আক্তার প্রমুখ।
অতিথিবৃন্দ ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ পর্যাক্রমে বিদ্যালয়ের ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেন।
সেনবাগ প্রতিনিধি/এম এ আর/দৈনিক সেনবাগের কণ্ঠ/ ০১ জানুয়ারি ২০১৫।