নোয়াখালী সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগ নেতা হুমায়ুন কবির (২৪) মোটরসাইকেল সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে এবং তার সাথে থাকা আরো দুই কর্মী আহত হন। আহতরা হলেন ইউনিয়ন যুবলীগ কর্মী মো: মহিন ও মো: ফারুক। তাদেরকে নোয়াখালী চেীমুহনী লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে সোমবার রাত ৭টায়। আহত যুবলীগ কর্মী ফারুক জানান, তারা তিন বন্ধু একসাথে উপজেলার সেবারহাট বাজার থেকে টেকের বাজারে যাওয়ার পর একটি মাটির ট্রাকটার ভাড়ী দিলে তারা তিন জন আহত হন। হুমায়ুনকে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।
নিহত হুমায়ুন উপজেলার দক্ষিণ রাজারামপুর গ্রামের ওলি কাজী বাড়ীর মৃত মোকলেছুর রহমানের ছোট ছেলে। তার ছয় মাসের এক কন্যা সন্তান রয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন সেনবাগ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব জাফর আহম্মদ চেীধুরী সাধারণ সম্পাদক ও মেয়র আবু জাফর টিপু, আওয়ামীলীগ নেতা গোলাম কবির ও শিহাব উদ্দিন প্রমুখ।
সেনবাগ প্রতিনিধি/দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২২ডিসেম্বর ২০১৪,