রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, কমিটি গঠনকে কেন্দ্র করে লালবাগ থানার দু'গ্রুপের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ওই এলাকার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে পল্টন মডেল থানার এসআই মর্জিনা জানান, এ ধরনের কোনো সংবাদ এখনও আমাদের কাছে আসেনি।
দৈনিক সেনবাগের কণ্ঠ/২২ ডিসেম্বর ২০১৪।
Tags:
রাজনীতি