ইসলামকে সন্ত্রাসের সঙ্গে মেলানো ভুল : পোপ

পোপ ফ্রান্সিস বলেছেন, 'ইসলাম মানেই সন্ত্রাস'-এ ধারণা ভুল। তিনি ইসলাম সম্পর্কে এই ভুল ধারণা দূর করতে মুসলিম নেতাদের প্রতি বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তুরস্ক সফর শেষে গত রবিবার বিমানে ওঠার আগে রোমান ক্যাথলিকদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস সাংবাদিকদের বলেন, পশ্চিমের অনেকেই যে ইসলামকে ঢালাওভাবে সন্ত্রাসবাদের সঙ্গে এক করে ফেলে মুসলমানদের অসম্মান করে সেটা তিনি উপলব্ধি করেন। 'কিন্তু এটা করা একদমই উচিত নয়। যেমন বলা উচিত নয় সব খ্রিস্টানই মৌলবাদী। আমাদের কিছু অংশও মৌলবাদী। সব ধর্মেই এ রকম ক্ষুদ্র কিছু গোষ্ঠী রয়েছে।'

'মুসলিমরা বলে : না আমরা এমন (সন্ত্রাসী) নই। আল কোরআনে শান্তির কথা লেখা আছে। এটি শান্তির বাণীসমৃদ্ধ একটি গ্রন্থ।' বলেন পোপ।

এর আগে ২০০৬ সালে এক বক্তব্যে ফ্রান্সিসের পূর্বসূরি পোপ ষোড়শ বেনেডিক্ট বলেছিলেন, ইসলাম সন্ত্রাস উসকে দিচ্ছে বলেই তিনি মনে করেন। তার এ মন্তব্যে মুসলিম বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল। পরে অবশ্য বেনেডিক্ট বলেছিলেন, তিনি ভুল বুঝেছিলেন এবং এ জন্য তিনি ক্ষমা প্রার্থনাও করেন।

তবে এ বছর ইসলামিক স্টেটের (আইএস) ভয়ংকর নিষ্ঠুরতা ইসলাম সম্পর্কে বিশ্ববাসীর মনে আবারও খারাপ ধারণারই জন্ম দিচ্ছে। আইএস জঙ্গিরা ইরাক ও সিরিয়ার বিশাল এলাকা দখল করে সেখানকার শিয়া মুসলমান এবং খ্রিস্টানসহ অন্য ধর্মাবলম্বীদের হত্যাসহ নিষ্ঠুর নির্যাতন চালিয়ে যাচ্ছে। পোপ বলেন, "আমি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানকে বলেছি, 'ইসলামের সব নেতা যদি সন্ত্রাস নিয়ে স্পষ্টভাবে কথা বলেন এবং এর নিন্দা করেন তবে খুব ভালো হয়।

" সূত্র : রয়টার্স।

Post a Comment

Previous Post Next Post