সেনবাগ: নোয়াখালীর সেনবাগে ইয়াবা ও গাঁজা বিক্রির অপরাধে পিতা ও পুত্রসহ তিন জনকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উদয়ন দেওয়ান। বুধবার রাতে নিজ কার্যালয়ে আদালত বসিয়ে মাদক ব্যবসায়ী আবদুল্লাহকে ৬ মাস, তার পিতা আবু তাহেরকে ২সপ্তাহ এবং সেবনকারী আবুল কাশেমকে ১৫দিনের কারাদন্ডের আদেশ দেন তিনি।
আদালত সুত্রে জানা যায়, নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কর্তৃক পরিচালিত অভিযানে উপজেলার ছাতারপাইয়া বাজার বিসমিল্লা হোটেলের সামনে থেকে প্রথমে মাদক ব্যাবসয়ী আবদুল্লাহকে আটক করে এবং তার দেওয়া তথ্য অনুযায়ী সোনাকান্দী গ্রামে তার নিজ বাড়ি (তপাদার বাড়ি) থেকে ৫ পিজ ইয়াবা ও ৩কেজি গাঁজাসহ তার বাবা ও এক গাঁজা সেবনকারীকে আটক করা হয়।
আটককৃত গাঁজা সেবনকারী আবুল কাশেম সোনাইমুড়ি উপজেলার বারগাঁও গ্রামের আকন আলী বাড়ির মৃত আজু মিয়া ছেলে।
দৈনিক সেনবাগের কণ্ঠ/ ০৪ ডিসেম্বর ২০১৪।