মহান বিজয় দিবসে রাজধানীতে শিবিরের বর্নাঢ্য শোভাযাত্রা

ঢাকা: মহান বিজয় দিবসে রাজধানীতে বিজয় শোভাযাত্রা করেছে ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা মহানগর উত্তর ছাত্রশিবির এই শোভাযাত্রা করে।

রাজধানীর বসুন্ধরা গেট থেকে পতাকা শোভিত শোভাযাত্রাটি শুরু হয়ে কুড়িল বিশ্বরোডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন কেন্দ্রীয় পরিকল্পনা ও উন্নয়নবিষয়ক সম্পাদক শাহীন আহমেদ খান ও শাখা সভাপতি আনিসুর রহমান বিশ্বাস।

সমাবেশে শিবির নেতারা দেশকে স্বৈরাচার জালিম সরকারের হাত থেকে মুক্ত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তারা বিজয় দিবসে জামায়াতের শীর্ষ নেতাদের মুক্তি দাবি করেন।

শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি তারিক হাসান, দপ্তর সম্পাদক জামিল মাহমুদ, ছাত্র আন্দোলন সম্পাদক রুহুল আমিন খাঁন, অর্থ সম্পাদক আশিকুর রহমান আসিফ, শিক্ষা সম্পাদক আব্দুল হালিম, প্রশিক্ষণ সম্পাদক আইয়ুব আলী, ফাউন্ডেশন সম্পাদক ইফতেখারুল ইসলাম শাকিল, স্কুল কার্যক্রম সম্পাদক হোসাইন অপু, সমাজসেবা সম্পাদক গোলাম সারোয়ার, কলেজ কার্যক্রম সম্পাদক মোহাইমেনুল নঈম প্রমুখ।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ১৬ ডিসেম্বর,২০১৪

Post a Comment

Previous Post Next Post