নোয়াখালী সদরের ওদারহাটে ১৬ ডিসেম্ব মঙ্গলবার মহান বিজয় দিবসকে স্বাগত জানিয়ে ছাত্রশিবির বিজয় র্র্যালীর আয়োজন করে।
প্রত্যাক্ষদর্শীরা জানান- শিবিরের নেতা কর্মীরা বিজয় র্র্যালীশেষে যাওয়ার পথে যুবলীগের ইউনিয়ন সভাপতি আবু সাইদ ও সাধারণ সম্পাদক মিজানসহ স্বপণ, জুয়েল, আবুল কালাম, সাহাবুদ্দিন, নান্নু, কালাম, সাকিব ও সোলাইমানের নেতৃত্বে প্রায় ৭০/৮০ আওয়ামী নেতাকর্মীরা তাদের উপর হামলা চালিয়ে জামায়াত সমর্থীত প্রতিষ্ঠান ভাঙচুর করে ও প্রায় ১০ টি বাইসাইকেল নিয়ে যায়। এতে প্রায় ৬ জন শিবির কর্মী আহত ও প্রায় দেড় ১ লক্ষ টাকার ক্ষতি হয়।
শিবির নেতারা জানান, ছাত্রশিবির বিজয় র্র্যালীর আয়োজন করলে আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা এতে হামলা চালাতে প্রস্তুতি নেয়।
কিন্তু উপস্থিতি বেশী হওয়ায় র্র্যালীতে হামলা করার সাহস না পেয়ে যাওয়ার পথে নিরিহ কর্মীদের উপর হামলা চালয়, শিক্ষা প্রতিষ্ঠান ভাঙচুর করে ও আমাদের প্রায় ১০টি সাইকেল নিয়ে যায়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
দৈনিক সেনবাগের কণ্ঠ/ ১৬ ডিসেম্বর ২০১৪।