জুলুমবাজ সরকারের পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে : জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহনগরী সেক্রেটারি নূরুল ইসলাম বুলবুল বলেছেন, অনেক ত্যাগ ও কোরবানীর বিনিময়ে আমরা স্বাধীনতা ও বিজয় অর্জন করেছিলাম। কিন্তু আওয়ামী অপশাসন-দুঃশাসন ও অপরাজনীতির কারণে আমাদের মহান বিজয় পুরোপুরি অর্থবহ হয়ে ওঠেনি। তাই স্বাধীনতা ও মহান বিজয়কে অর্থবহ করতে দলমত নির্বিশেষে সব পেশা ও শ্রেণীর মানুষকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। ফ্যাসীবাদী ও বাকশালী সরকারের পতন ঘটাতে হবে।

তিনি ব্যর্থ ও জুলুমবাজ সরকারের পতনের লক্ষ্যে আইনজীবীসহ সব পেশা ও শ্রেণীর মানুষকে দুর্বার আন্দোলনে ঝাপিয়ে পড়ার আহবান জানান।

রাজধানীতে আজ শনিবার জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর আইনজীবী বিভাগের এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আইনজীবী বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এস এম কামাল উদ্দীনের সভাপতেত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জাকির হোসাইন, অ্যাডভোকেট সাইফুর রহমান, অ্যাডভোকেট গিয়াস উদ্দীন মিঠু, অ্যাডভোকেট রেজাউল করিম খন্দকার, অ্যাডভোকেট মাঈনুদ্দীন প্রমূখ।

নূরুল ইসলাম বুলবুল বলেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের দ্বারাই গণতন্ত্র বারবার হুমকির মুখোমুখি হয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে তারা গণতন্ত্র হত্যা করে দেশে একদলীয় বাকশালী শাসন কায়েম করেছিল। চারটি সরকার নিয়ন্ত্রিত পত্রিকা বাদে সব পত্রিকা বন্ধ করে গণমাধ্যমে টুটি চেপে ধরা হয়েছিল। হত্যা করা হয়েছিল ৩০ হাজার বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকে। কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি। ১৯৮২ সালের মার্চে একটি নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে স্বৈরাচারী এরশাদ স্বৈরাচারী এরশাদ ক্ষমতা দখল করলেও আওয়ামী লীগ স্বাগত জানিয়েছিল। আওয়ামী  লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও তারা মূলত মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করছে। তারা রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করার জন্য মুক্তিযুক্তের চেতনাকে ধর্ম বিশেষ করে ইসলামের প্রতিপক্ষ বানিয়েছে। তারা ৫ জানুয়ারির তামাশা ও ভাওতাবাজির নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও গণতান্ত্রিক  মূল্যবোধকে হত্যা করেছে। সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীসহ শীর্ষ নেতাদের অন্যায়ভাবে কারারুদ্ধ করে রেখে জুলুম-নির্যাতন চালাচ্ছে। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এই ব্যর্থ ও জুলুমবাজ সরকারের পতনের কোনোই বিকল্প নেই।

তিনি সরকারের দেশ ও জাতিস্বত্ত্বাবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় আইনজীবীদের সক্রিয় ভূমিকা পালনের আহবান জানান ।

শীতবস্ত্র বিতরণ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেছেন, দেশে প্রচণ্ড শীতে জনদুর্ভোগ সৃষ্টি হলেও সরকার জনগণের দুর্দশা লাঘবে এগিয়ে আসছে না। রাজধানীতে আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর ধানমন্ডি থানা আয়োজিত দুঃস্থ ও শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

থানা আমির অ্যাডভোকেট জসিম উদ্দীন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত  ছিলেন থানা সেক্রেটারি মোহাম্মদ আলী, জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান, তানভীর আহমদ, শ্রমিক নেতা আবুল হোসেন, জামায়াত নেতা এমদাদ হোসেন প্রমুখ।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২০ ডিসেম্বর ২০১৪,

Post a Comment

Previous Post Next Post