কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহতের ঘটনায় ৯টি বাড়িতে অগ্নিসংযোগ ও প্রায় ২০টি বাড়ি ভাঙচুর করেছে প্রতিপক্ষের লোকজন।
উল্লেখ্য, গতকাল পোড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশাররফ ও মিরপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পারভেজ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে লাগা সংঘর্ষে মোশাররফ গ্রুপের কর্মী নুর ইসলাম মারা যায়। রাতে নুর ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মোশাররফ গ্রুপের সমর্থকরা পারভেজ গ্রুপের সমর্থকদের ৯টি বাড়িতে অগ্নিসংযোগ ও প্রায় ২০টি বাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।মিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আলম জানান, ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২০ ডিসেম্বর ২০১৪।