সরকার পতনের আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে শিবির নেতাদের আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২০ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকে শিবির নেতাদের এ আহবান জানান মির্জা ফখরুল।
শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ইয়াসীন আরাফাতের নেতৃত্বে রাত ৯টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করতে যান শিবিরের একটি প্রতিনিধি দল।
এ সময় শিবির নেতারা মির্জা ফখরুলকে ইংরেজি নববর্ষ উপলক্ষে তাদের বিভিন্ন প্রকাশনা উপহার দেন।
একই সঙ্গে তাকে আওয়ামী লীগ শাসনামলে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার ইসলামী ছাত্রশিবির’ শীর্ষক একটি বই দেওয়া হয়।
রাত ৯টা থেকে শুরু হওয়া এ বৈঠকে বিভিন্ন বিষয়ে শিবিরের সার্বিক খোঁজ খবর নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল।
বৈঠকে সংগঠনের কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন বিষয়ক আহম্মদ সালমান, শিবির নেতা আবদুর রহমান, সাইদুর রহমান, শিবির ঢাকা মহানগর পূর্বের প্রচার সম্পাদক আবদুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সংগঠনের ঢাকা মহানগর পূর্বের প্রচার সম্পাদক আবদুল কাদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের সার্বিক খোঁজ-খবর নিয়েছেন। একই সঙ্গে বলেছেন-অচিরেই এই অবৈধ সরকার পতনে আন্দোলন ঘোষণা করা হবে, আপনারা প্রস্তুতি নেন।
‘প্রত্যুত্তরে শিবির নেতারা জানিয়েছেন, আমরা আন্দোলনের জন্য প্রস্তুত, যে কোনো মুহূর্তে যে কোনো সময় ঝাপিয়ে পড়ার ক্ষমতা শিবিরের আছে।’—বলেন আবদুল কাদের।
দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২১ ডিসেম্বর, ২০১৪