সরকার জোর করে ক্ষমতায় থাকার হীন উদ্দেশ্যেই নেতা-কর্মীদের গ্রেফতার করছে -ডা. শফিকুর রহমান

বগুড়া জেলার আদমদীঘি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ আতোয়ার রহমানকে গতকাল সোমবার সকালে পুলিশের অন্যায় ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমান বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিকভাবে তাকে হয়রানি করার হীন উদ্দেশ্যেই পুলিশ তাকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। সরকার জোর করে ক্ষমতায় থাকার হীন উদ্দেশ্যেই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের গ্রেফতার করছে। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ বিরোধীদলের নেতা-কর্মীদের গ্রেফতার করে তাদের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে অতীতে কোন সরকার ক্ষমতায় থাকতে পারেনি, বর্তমান সরকারও ক্ষমতায় থাকতে পারবে না। অত্যাচার-নির্যাতন চালিয়ে জনগণের আন্দোলন কখনো দমন করা যায় না। তাই অত্যাচার-নির্যাতনের পথ পরিহার করে গণতান্ত্রিকভাবে বিরোধীদলকে মোকাবেলা করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান, অন্যথায় দেশের জনগণ সরকারের স্বৈরশাসনের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হবে।

বগুড়া জেলার আদমদীঘি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ আতোয়ার রহমানসহ সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

দৈনিক সেনবাগের কণ্ঠ/২৩ ডিসেম্বর ২০১৪

Post a Comment

Previous Post Next Post