ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী দলীয় কর্মসূচি ঘোষণা করেছে একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণার কথা জানান।
তিনি বলেন, আওয়ামী মহাজোট সরকার অবৈধভাবে রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার করে ক্ষমতা দখল করে জাতির ঘাড়ে একদলীয় স্বৈরশাসন চাপিয়ে দিয়েছে। সরকার দেশ থেকে গণতন্ত্র ও আইনের শাসন নির্বাসনে পাঠানোর ষড়যন্ত্র করছে। সরকার একদলীয় শাসন পাকাপোক্ত করার জন্যই দেশকে রাজনীতি শূন্য করতে চায়। তারই অংশ হিসাবে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে একে একে হত্যা করার চক্রান্ত করছে।
তিনি আরো বলেন, দেশে বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলনের বিকল্প নেই। বর্তমান সরকারের স্বৈরাচারী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতের ঘোষিত কর্মসূচি হলো:
৬ ডিসেম্বর গণতন্ত্র মুক্তি দিবস ও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন, ১৫ থেকে ১৮ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দুঃস্থ ও গরীব লোকদের মধ্যে শীত বস্ত্র বিতরণ এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।