সেনবাগে সাবেক শিবির নেতা সহ ১৪ জামায়াত নেতার মুক্তি লাভ।

২৬ নভেম্বর ২০১৪
নোয়াখালী সেনবাগ : দীর্ঘ আড়াই মাস কারা ভোগের পর নোয়াখালী কারাগার থেকে জামিনে মুক্তি ফেলো সাবেক শিবির নেতা এম এ রায়হান সহ সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের জামায়াত সভাপতি মাওলানা আবুবক্কর, সহসভাপতি অধ্যাপক আবুবক্কর ছিদ্দিক, শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা আবদুল হালীম, ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলাম মোস্তফা, সোহেল, ফারুক, মিন্টু, রিয়াজ, সাইফুল, মহন, মঈন, মনির, রফিকুল সহ ইসলামী আন্দোলনের ১৪ বীর সেনা।

৩নং ডমুরুয়া ইউনিয়ন জামায়াত সেক্রেটারির পরিচালনায় সন্ধ্যায় তিনশতাধিক নেতা কর্মীর উপস্থিতিতে গাজীর হাট চৌ-মোড়ে সেনবাগ পৌরসভার জামায়াতের আমীর মাওলানা মোঃ হানিফ, শিবির নোয়াখালী জেলা উত্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম, জামায়াত নেতা আলাউদ্দিন, গোলাম মোর্শেদ, মাওলানা মিজানুর রহমান সহ জামায়াত শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ কারা বরনকারী ১৪ নেতা কর্মীদেরকে ফুলের মালা দিয়ে বরন করে নেয়।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর ২০১৪ ডমুরুয়া গ্রামে মাওলানা আবুবক্কর ছিদ্দিকের নতুন ভবন উদ্ভবন কালে দোয়ার অনুষ্ঠান থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা কানন, বাকের সহ ছাত্রলীগ, যুবলীগের নির্দেশে পুলিশ সম্পুর্ন অন্যায় ভাবে আটক করে নিরঅপরাধ জামায়াত নেতাদেরকে। বাদ পড়েনি ভবনের কাজ করা শ্রমিকরাও।

সেনবাগ প্রতিনিধি

Post a Comment

Previous Post Next Post