বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেন, বর্তমান সরকার যে ইসলামবিরোধী, তা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে। এই সরকার ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত। দেশের সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক গোলাম আযমসহ নেতৃবৃন্দকে সরকার পরিকল্পিত ভাবে কারা নির্যাতন চালিয়ে হত্যা করতে চাইছে।
তিনি বুধবার ছাত্রশিবিরের মাসিক কেন্দ্রীয় সেক্রেটারিয়েট বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সকাল ১০টায় রাজধানীর এক মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। শিবির সেক্রেটারি জেনারেল আতিকুর রহমানের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সব সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ।
শিবির সভাপতি বলেন, অধ্যাপক গোলাম আযম শুধু বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। বায়ান্নোর ভাষা আন্দোলন সহ আন্দোলন-সংগ্রামের বিভিন্ন পর্যায়ে তার অবিস্মরণীয় অবদান রয়েছে। দুঃখজনক হলেও সত্য, আওয়ামী লীগ সরকার এই প্রবীণ নেতার ওপর পরিকল্পিতভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে। প্রায় শতবর্ষী এই নেতা কারা নির্যাতনের ফলে আজ গুরুতর অসুস্থ। আমরা অবিলম্বে সব মিথ্যা মামলা প্রত্যাহার করে এই মহান নেতার মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। অন্যথায় এই সরকার ইতিহাসের পাতায় নিকৃষ্টতম হিসেবেই চিহ্নিত হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, তখনই নির্যাতনের পথ ধরে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে। কিন্তু নির্যাতন চালিয়ে তারা পার পায়নি। তাদের অপকর্মের কারণেই পঁচাত্তর এসেছে। আজ আবারো তারা র্যাব, পুলিশ, দলীয় ক্যাডারদের দিয়ে রক্ষীবাহিনীর মতোই মানুষ খুন, গুম করে যাচ্ছে। এর ফল ভালো হবে না। জনগণের তীব্র ক্ষোভের বিস্ফোরণে যে কোনো সময় আওয়ামী মসনদ তছনছ হয়ে যেতে পারে।
তিনি আরো বলেন, ছাত্রশিবিরকে দমানোর ব্যর্থ চেষ্টা চালিয়ে সরকারের কোনো লাভ হয়নি, হবেও না। আমরা এ ধরনের ব্যর্থ চেষ্টা চালানো থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সব নির্যাতনের দাঁতভাঙা জবাব দেয়া হবে। ছাত্রজনতা জানে, আইনশৃঙ্খলা বাহিনীতে থেকে কারা দলীয় ক্যাডারের মতো আচরণ করছে। প্রত্যেককেই একদিন বিচারের সম্মুখীন করা হবে। কার নির্দেশে কীভাবে রাজনৈতিক নেতাকর্মীদের খুন, গুম করা হচ্ছে তার হিসাবও রয়েছে। সময় এলে তাদের ঠিকই কাঠগড়ায় দাঁড় করানো হবে।
শিবির সভাপতি আওয়ামী অপশাসন মোকাবিলায় ধারাবাহিকভাবে রাজপথের আন্দোলন চালিয়ে যেতে সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
প্রেসবিজ্ঞপ্তি