কুমিল্লা সরকারি কলেজে ছাত্রলীগের দু’ গ্রু“পে সংঘর্ষ ককটেল বিস্ফোরণ ও গুলি বিনিময়

কুমিল্লা সরকারি কলেজে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রু“পের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানায় যায়, বুধবার সকাল ১১ টায় সময় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের রিন্টু গ্রু“প ও সিপন গ্রু“পের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটছে। সংঘর্ষে চলাকালে দু’জন আহত হয়েছে। আহতরা হলেন, অত্র কলেজের উচ্চ মাধ্যমিক শাখার ২য় বর্ষের ছাত্র ইব্রাহিম হাসান নয়ন (১৮) ও মশিউর রহমান (১৮)। সংঘর্ষ চলাকালে অত্র কলেজের এক ছাত্রীর সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলে ঐ ছাত্রী ভয়ে সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে। এ সময় স্থানীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ছাত্রলীগ কর্মী মিশু ও আহতরা জানান বুধবার সকাল ১১ টার সময় সিপন গ্রু“পের ২০-২৫ জন অতর্কিতভাবে কলেজে হামলা চালিয়ে কলেজের গ্লাস ভাংচুর ও কয়েকটি মটর সাইকেল ভাংচুর করলে উভয় গ্রু“পের মধ্যে সংঘর্ষে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে ছাত্রলীগ নেতা সিপন এর সাথে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তার (সিপন) বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

কোতয়ালীর মডেল থানার এস আই মোস্তাফা জানান, ছাত্রলীগের রিন্টু গ্রু“প ও সিপন গ্রু“পের মধ্যে কলেজের অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের হয়েছে। এ সময় দু’গ্রু“পের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও মটর সাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে দুটি ককটেল এর বিস্ফোরিত খোঁসা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

কুমিল্লা প্রতিনিধি/ দৈনিক সেনবাগের কণ্ঠ/০৪ সেপ্টেম্বর ২০১৪

Post a Comment

Previous Post Next Post