ফারুকী খুনে হত্যা মামলা রজু, মাওলানা তারেক মোনোয়ার সহ আসামি ৬

সুপ্রিমকোর্ট মাজার মসজিদের খতিব নুরুল ইসলাম ফারুকী হত্যা কাণ্ডের ঘটনায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পক্ষে ঢাকা সিএমএম আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার ইসলামী ফ্রন্টের পক্ষে ইমরান হোসাইন তুষার এই হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় মাওলানা তারেক মোনোয়ার সহ ৬ জনকে আসামি করা হয়েছে।

অপর আসামিরা হলেন- মাওলানা কামাল উদ্দিন জাফরী, দিগন্ত টিভি ও পিস টিভির ইসলামী অনুষ্ঠানের আলোচক কাজী ইব্রাহীম, এটিএন বাংলার ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক আরকানুল্লা হারুনী, আরটিভি ও রেডিও টুডের ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক খালেদ সাইফুল্লাহ বকশি, এবং বাংলাভিশনের কুরআনের আলোর উপস্থাপক মুক্তার আহাম্মদ।

এই মামলায় বলা হয়েছে এই আসামিরা হত্যা কাণ্ডের সঙ্গে জড়িত। আর এদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

শুনানি শেষে এই বিষয়ে পরে আদেশ দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান।

এই হত্যা কাণ্ডের পর শেরে বাংলা নগর থানায় নিহতের ছেলে ফয়সাল ফারুকী ডাকতি পূর্বক হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেছিলেন।

উৎসঃ   ঢাকাটাইমস

Post a Comment

Previous Post Next Post