সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মুকুন্দ মধুসুদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে অফিস নির্মাণ করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতারা। প্রশাসনের বাধা উপেক্ষা করে এই বিদ্যালয়ের জায়গা পাকা ঘর নির্মাণ করেছে।
মুকুন্দ মধুসুদনপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোনিয়া বিলকিস ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বাসুদেব বিশ্বাস জানান, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল হক ও সাধারণ সম্পাদক বাচ্চু পালের নেতৃত্বে তাদের প্রতিষ্ঠানের সামনের অংশের জায়গা দখল করে ইউনিয়ন আওয়ামী লীগের অফিস নির্মাণ করছে। এ খবর জানার পরে ওই নেতাদের কাছে গিয়ে প্রতিবাদ জানায়। এতে কোনো কাজ না হওয়ায় নিরুপায় হয়ে কালিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল ও সহকারী শিক্ষা কর্মকর্তা তপন কুমার কর্মকারকে বিষয়টি জানিয়েছি।
তারা আরো জানান, শুক্রবার ভোর সাড়ে ৪টা থেকে বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক বাচ্চু পাল, আওয়ামী লীগ নেতা বীরেন সরদার, মুকুল রায়, যুবলীগ নেতা নিজামউদ্দিন, শাহ আলমসহ ২০/২৫ জনের উপস্থিতিতে বিদ্যালয়ের জায়গা দখল করে। এরপর সেখানে সাইনবোর্ড লাগিয়ে বাঁশ দিয়ে বেড়া নির্মাণ করে সেখানে তারা দুটি চাল নির্মাণ করে। তারপর ঘরের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির পাশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওয়াহেদুজ্জামানের ছবি টানিয়ে দেওয়া হয়। এর পরপরই ইট, বালি ও সিমেন্ট দিয়ে পাঁকা ঘর নির্মাণের কাজ শুরু হয়।
নিজস্ব প্রতিনিধি/৩১ আগস্ট ২০১৪