নোয়াখালীর চৌমুহনী বাজারের ব্যবসায়ী অপহরণ : মুক্তিপণ দাবি

নোয়াখালীর প্রধান ব্যস্ততম বাণিজ্যিক শহর চৌমুহনী বাজার থেকে সোহেল নামের এক ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে অপহৃতের পরিবারের কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা।

অপহৃত মো. সোহেল (২৯) চৌমুহনী পৌরসভার দক্ষিণ নাজিরপুর গ্রামের গোলাম কবিরের ছেলে। পৌরসভার উত্তর নাজিরপুরে তার একটি ওয়ার্কশপ ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক। শনিবার দুপুরে অপহৃতের পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করা হয়।

অপহৃত ব্যবসায়ীর পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সোহেল চৌমুহনী বাজারে কেনাকাটা করা জন্য আসেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে অপহরণ করে নিয়ে যায়।

শনিবার দুপুর থেকে সোহেলের ব্যবহৃত মোবাইল থেকে একাধিকবার তার ছোট ভাই সুমনের কাছে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। টাকা নিয়ে কোথায় যেতে হবে তা পরে জানিয়ে দেওয়া হবে বলেও জানায় তারা।

এ সময় অপহৃত সোহেল মোবাইলে তার পরিবারের লোকজনকে জানান, রাতে অপহরণকারীরা তার সঙ্গে থাকা নগদ ২০ হাজার টাকা, ব্যাংকের ডেভিডকার্ড নিয়ে যায়। রাত থেকে তাকে একটি অজ্ঞাত কক্ষে আটক রেখে নির্যাতন চালাচ্ছে তারা।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল সিকদার ঘটনার সত্যতা স্বীকার করে  বলেন, অপহৃত সোহেলকে উদ্ধারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। 

নোয়াখালী প্রতিনিধি/এমএআর/২ আগস্ট ২০১৪

Post a Comment

Previous Post Next Post